মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪৭:৩৮

নির্দেশনা জারি, যা বাধ্যতামূলক করা হয়েছে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

 নির্দেশনা জারি, যা বাধ্যতামূলক করা হয়েছে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রম করেছে তাদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

 এতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি আয় বছরে যে সব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন বিল হতে উৎসে আয়কর কর্তনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে