সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৮:৫০

‘নোলক’ এ শাকিব-ববি যেমন...

‘নোলক’ এ শাকিব-ববি যেমন...

বিনোদন ডেস্ক: গত ১ ডিসেম্বর থেকে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে দেশীয় প্রযোজনার ‘নোলক’ সিনেমার শুটিং। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান-ববি। গত ২৪ দিন ধরে সিনেমার শুটিং চলাকালে শাকিব-ববি একই ফ্রেমে এমন কোন ছবি খুব একটা প্রকাশিত হয়নি।

আজ দুপুরের দিকে এ ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘নোলক’ টিমের একজন সহাকারী পরিচালক তার ফেসবুকের দেয়ালে পোস্ট করেছেন। যদিও এরইমধ্যে এ ছবির শাকিব খানের লুক বেশ প্রশংসিত হয়েছে। ‘শিকারী’ সিনেমা যখন মুক্তি পায় এরপর থেকেই শাকিব খান নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন।

সে ধারাবাহিকতায় আরও কয়েকটি ছবির ক্ষেত্রেও দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এটি তার প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক কয়েকটি নাটক নির্মাণ করেন। এই সিনেমার প্রযোজকও একজন তরুণ।

শাকিব খান ও ববি ছাড়া ‘নোলক’ সিনেমায় আরও আছেন মৌসুমী, ওমর সানীসহ আরও অনেকেই। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ‘নোলক’ ছবির কাহিনীতে উঠে আসবে দুই পরিবারের দীর্ঘ বছরের ঐতিহ্য।

এরইমধ্যে ছবিটির প্রায় ৫০ ভাগ কাজ শেষ। গত ২১ ডিসেম্বর এ তথ্য জানান ছবির পরিচালক। ভারতের সাড়া জাগানো ছবি ‘বাহুবলী’র শুটিং হয়েছে রামুজি ফিল্ম সিটিতে। আর সেখানেই হচ্ছে রাহার ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিং। এ কারণে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক রাহা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে