যাত্রা মঞ্চে হঠাৎ পরীমণি!
বিনোদন ডেস্ক : সম্প্রতি ময়মনসিংহ শহরের সার্কিট হাউজের জিমনেশিয়ামে বসেছে ১০ দিনব্যাপী নির্মল যাত্রা উৎসব। উৎসবের নবমদিন সন্ধ্যায় যাত্রা দেখতে সার্কিট হাউজের ময়দানে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। যাত্রা আরম্ভের একটু আগে হঠাৎ উৎসব উৎযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ফরিদ আহমদ দুলালের ফোনে ‘মহুয়া সুন্দরী’র কণ্ঠ।
বিষয়টি খোলাসা করলেন নিজেকে মহুয়া সুন্দরী পরিচয় দেয়া এ সময়ের আলোচিত নায়িকা পরীমণি। বাংলাদেশ যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদের আয়োজনে দশ দিনব্যাপী যাত্রাপালার আজ শেষদিন।
নবমদিনের যাত্রা শুরুর আগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের এক ফাঁকে ‘মহুয়া সুন্দরী’ নিয়ে কথা বলেন এ সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণি। যাত্রার দর্শকদের উদ্দেশ্যে মুঠোফোনে বক্তব্য রাখেন পরীমণি।
ফোনে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে পরীমণি শুভেচ্ছা জানিয়ে বলেন, যারা দশদিনব্যাপী যাত্রা উৎসবের মত অসাধারণ একটি আয়োজন করছেন এবং যারা এ অনুষ্ঠানে হাজির হয়েছেন সবাইকে আমার এবং মহুয়া সুন্দরীর পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। এ মুহূর্তেও আমি শ্যুটিংয়ে আছি, কিন্তু যখন শুনলাম ময়মনসিংহে এমন একটি সুন্দর যাত্রাপালার আয়োজন, তখন সবার সাথে কথা না বলে থাকতে পারলাম না।
ফোনে তিনি বলেন, আমার যদি সুযোগ হত সবার সাথে এসে আমিও যাত্রা দেখতাম। কারণ আমি যাত্রাশিল্পকে আন্তরিকভাবেই ভালোবাসি। আমি নিজেও ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত পালা মহুয়া সুন্দরীতে অভিনয় করেছি, যে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ২০ নভেম্বর সারাদেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করি, যারা যাত্রাশিল্পকে মন থেকে ভালোবাসেন ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। ছবি চলাকালীন আমি একবার হলেও ময়মনসিংহে এসে আপনাদের সাথে দেখা করে যাব।
নায়িকা পরীমণির এমনসব কথা মনযোগ দিয়ে শুনছেন উপস্থিত আলোচকরা।
দর্শকরাও পরীমণির কথা শোনার জন্য উঁকিঝুঁকি দিচ্ছিলেন, কিন্তু এত লোকের সমাগমে কি সেই কণ্ঠ স্পস্ট শোনা সম্ভব? তারপরও অধীর আগ্রহেই ছিলেন দর্শকরা।
দর্শকদের সাথে পরীমণির কথা বলার পর যাত্রা উৎসব উৎযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি, নাট্যকার ফরিদ আহমদ দুলাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ময়মনসিংহে দশদিনব্যাপী এ অনুষ্ঠানটি যে সত্যিই সমাদৃত হয়েছে, তার প্রমাণ বর্তমান সময়ের জনপ্রিয় এক অভিনেত্রীর ফোন।
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীর করা মহুয়া সুন্দরী ছবিটি ময়মনসিংহবাসীকে দেখারও আমন্ত্রণ জানান ফরিদ আহমদ দুলাল।
১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�