বিনোদন ডেস্ক : এখন আর ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি নন এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। কিন্তু তার ভক্তরা কি আর সে কথা মানেন! একটু সুযোগ পেলেই তারা ক্যামেরা বন্দি করে ফেলেন এ অভিনেত্রীকে।
অভিনয়কে বিদায় জানানো এ অভিনেত্রী সম্প্রতি এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে হাজির হলে দেখা মেলে তার। আর এরই ফাঁকে ক্যামেরা বন্দি হন তিনি। এ অনুষ্ঠানে শাবানার কিছু স্থির চিত্র তুলেন ফটোগ্রাফার অপূর্ব আব্দুল লতিফ।
এ প্রসঙ্গে ফটোগ্রাফার অপূর্ব আব্দুল লতিফ বলেন, ‘১৬ সেপ্টেম্বর রাজধানীর বাড়িধারায় একটি বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে গেলে দেখা মেলে অভিনেত্রী শাবানার। প্রথমে তিনি ছবি তুলতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তারপর অনেকটা তার অগোচরেই ছবিগুলো তুলেছি। এ সময় তার স্বামী ওয়াহিদ সাদিকও উপস্থিত ছিলেন। তবে তার কোনো সন্তানকে বিয়ের অনুষ্ঠানে দেখা যায় নি।’
প্রায় দেড় যুগ ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন শাবানা। ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। শাবানার প্রকৃত নাম আফরোজা সুলতানা। ‘শাবানা’নামটি পরিচালক এহতেশামের দেওয়া। শাবানার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। ব্যক্তিজীবনে দুই মেয়ে ও এক ছেলের মা তিনি।
১৯৬৭ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের পরিচালনায় ‘চকোরী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে শাবানা ক্যারিয়ার শুরু করেন। সিনেমাটিতে চিত্রনায়ক নাদিম ছিলেন শাবানার সহশিল্পী। ‘অবুঝ মন’ এবং ‘মধুমিলন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাকের সঙ্গে শাবানার অভিনয় শুরু হয় ।
পরবর্তীতে রাজ্জাক-শাবানা জুটি দারুণ জনপ্রিয়তা পায়। শুধু অভিনয় নয় চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তিনি। ১৯৬৯ সালে ‘মুক্তি’ শিরোনামের একটি সিনেমা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়।-রাইজিংবিডি
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন