মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৯:১৩

ধোনির 'হেলিকপ্টার শট' দিলেন রক

ধোনির 'হেলিকপ্টার শট' দিলেন রক

বিনোদন ডেস্ক: ক্রিকেট খেলা শেখার চেষ্টা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়েন 'দ্য রক' জনসন। আগামী ২৯ ডিসেম্বর তার ছবি 'Jumanji: Welcome To The Jungle' মুক্তি পেতে চলেছে ভারতে। তার আগে ক্রিকেট নিয়ে ভক্তদের মন জয়ের চেষ্টা করলেন দ্য রক।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুরু হয় ডোয়েন জনসনের ক্রিকেট-পরীক্ষা। তবে কিছুই বুঝতে পারেননি তিনি। আম্পায়রার হাত তুলে আউট দিচ্ছেন। আর সেই সঙ্কেত ধরতে পারছেন না তিনি।

তবে ভিডিওটি বেশ মজার। আম্পায়ারের সিদ্ধান্তগুলি নিয়ে মজা করেছেন ডোয়েন জনসন। তবে মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের ভিডিওটি দেখে একদম ঠিকঠাক উত্তর দিতে পেরেছেন ডোয়েন জনসন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে