মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৩:৩৬

২০১৭: শোবিজ তারকাদের ডিভোর্সের 'দৃষ্টিকটূ' বছর

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনে বিবাহ বিচ্ছেদের ঘটনা নতুন নয়। ২০১৭ কিন্তু সবচেয়ে বেশি ডিভোর্সের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে শোবিজ তারকাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে ছোট্ট একটি আয়োজন। তবে এ বছর দৃষ্টিকটূভাবে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।

অপু বিশ্বাস-শাকিব খান
এখনো ডিভোর্সেরর চূড়ান্ত। বছরের শেষভাগে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠান। এতে হতবাক হয়ে যান অপু বিশ্বাস। দীর্ঘদিনের সহশিল্পী শাকিবকে অপু বিয়ে করেন নিজ ধর্মের বাইরে এসে। এরপরেও যখন ডিভোর্স লেটার হাতে আসে তখন স্বাভাবিকভাবেই বিস্মিত হতে হয়। যদিও এখনো ডিভোর্স চূড়ান্ত হয়ে যায় নি, তবে বছরের শেষভাগে বিষয়টি আলোচনার তুঙ্গে ছিল।  

হাবিব-রেহান
মডেল-অভিনেত্রী তানজীন তিশার সঙ্গে হাবিবের সম্পর্কে জের ধরেই হাবিব রেহানের বিবাহ বিচ্ছেদের এই ঘটনা ঘটেছে।
রেহান সরাসরি অভিযোগ করেন, হাবিব ও তিশার সম্পর্কের কারণেই মূলত তার সংসার ভেঙেছে। পরে হাবিবের সঙ্গে তিশার সম্পর্কের বিয়ষটি প্রমাণিতও পর হাবিব-রেহানের এই বিচ্ছেদের ঘটনাটি নাড়া দিয়ে গেছে সবাইকে।

তাহসান-মিথিলা
এর পর বিবাহ বিচ্ছেদ ঘটলো তাহসান মিথিলার। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে আলোচিত বিচ্ছেদের খবর হলো তারকা দম্পতি তাহসান ও মিথিলার। সুখী এই দম্পতি ১১টি বছর পার করেছিলেন একসঙ্গে। আয়রা নামের একটি কন্যাসন্তানও রয়েছে তাদের।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডিভোর্সের বিষয় জানান সাবেক চিত্রতারকা নাজনীন আক্তার হ্যাপি। গত বছরের অক্টোবরে ক্রিকেটার রুবেলের সঙ্গে ঝামেলা মিটিয়ে মিরপুরের এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করে ঘর সংসার করছেন এক সময়ের আলোচিত নায়িকা হ্যাপী। অনেকটা গোপনেই বিয়ে হয় তাদের। বিয়ে করেই ছেড়ে দেন অভিনয়। বর্তমানে স্বামী, সংসার, তবলীগ আর ইবাদত বন্দেগীর মধ্যেই সময় কাটান তিনি। এরপর হ্যাপির ফেসবুকেই পাওয়া যায় ডিভোর্সের খবর।

কিন্তু বনিবনা না হওয়ায় তাহসান ও মিথিলা দুজনই তাদের ডিভোর্সের বিয়ষটি মিডিয়াকে জানান। তাহসান ও মিথিলা ভক্তরা তাদের বিচ্ছেদের খবরটি একেবারেই মেনে নিতে পারেননি। এমনকি ফেসবুকে তাদের ভক্তরা গ্রুপ খুলেন ‘তাহসান-মিথিলার ডিভোর্স চাই না’ শিরোনামে।

স্পর্শিয়া-রাফসান
এ বছর সংসার ভেঙেছে মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। নির্মাতা রাফসান আহমেদের সঙ্গে প্রেম করে দু’বছর আগে বিয়ে করেন স্পর্শিয়া।

শখ-নিলয়
দাম্পত্য জীবনে কলহের জের ধরে বিবাহ বিচ্ছেদ হলো শখ নিলয়ের । ২০১৬ সালে বিয়ের পর পর শখ তার ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারিড টু নিলয় আলমগীর’ করেছিলেন। বিয়ের পর বেশিদিন এই সম্পর্ক ঠিকেনি। এই বছর শখ নিলয়ের বিবাহ বিচ্ছেদ হয়।

মিলা-পারভেজ
সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে পপ গায়িকা মিলার। ফেসবুক ভেরিফায়েড ফ্যান পেজে ডিভোর্সের বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মিলা নিজেই।

মিলা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাঁ, আমি ডিভোর্স দিতে যাচ্ছি। পারভেজ সানজার সঙ্গে ১০ বছর প্রেম করার পর বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় জানতে পারি আমার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। আমার স্বামী ক্রমাগত আমার সাথে প্রতারণা করতে থাকে। বিয়ের আগে যখন আমরা ডেটিং করতাম তখনও একাধিক নারীর সঙ্গে প্রেম করে আমার সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল সে। এমন প্রতারকের সঙ্গে বসবাস করা অসম্ভব। ’

নোভা-রায়হান
২০১৭ সালে শোবিজ অঙ্গনে বিবাহ বিচ্ছেদ ঘটে অভিনেত্রী নোভার। অভিনেত্রী, মডেল উপস্থাপিকা নোভা এবং পরিচালক, চিত্রগ্রাহক ও নাট্যকার রায়হান খানকে বিয়ে করে ছিল। কিন্তু তাদের সম্পর্কটাও ভেঙে যায়। উভয়ই ঢাকা জজকোর্ট কাজি অফিসে গিয়ে তালাকনামায় স্বাক্ষর করে আসেন। আজ তাদের উভয়ের পক্ষ থেকে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রন্টি দাস-আবেদ
ক্লোজ আপ খ্যাত রন্টি দাস ২০১১ সালের আগস্ট মাসে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে আরশি নামের এক কন্যা সন্তান রয়েছে। বছরের শেষভাগে এসে জানা যায় রন্টি দাস বিয়ে করছেন সাঈদ রহমানকে।   অর্থাৎ চলতি বছরের কোনো এক সময়ে ডিভোর্স হয় আবেদের সাথে। কেননা এ বছরেও তাঁর ফেসবুক আইডি রন্টি দাস আবেদ নামে ছিল। পরে পরিবর্তন করেন।

নাজনীন আক্তার হ্যাপি
চিত্রতারকা নাজনীন আক্তার হ্যাপি রুপালি পর্দা ছেরে দিয়ে ধর্মকর্মে মনোনিবেশ করেন। একইসাথে তিনি মিরপুরের এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন। বিষয়টি জানিয়েছিলেন ফেসবুকে। পরে এ বছরেই ডিভোর্স হয়ে যায় তাদের-এমনটাই নিজের ফেসবুকের মাধ্যমে হ্যাপি জানান।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে