মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫০:০৯

দুয়ো দুয়ো বলিউড ২০১৭! একনজরে দেখুন ট্রেলার সমেত

দুয়ো দুয়ো বলিউড ২০১৭! একনজরে দেখুন ট্রেলার সমেত

বিনোদন ডেস্ক:কোন ছবি গোঁত্তা খেল বক্স অফিসে? বড় প্রত্যাশা নিয়ে বসিয়ে রেখে কে মুখে চুনা লাগালো দর্শকের? এই সব হিসেব নিকেশ নিয়েই বলিউড ফ্লপ রাউন্ড-আপ, ২০১৭।

টিউবলাইট: বাংলাবাজারে মানে, ‘দেরিতে জ্বলে যে’। সল্লুভাইয়ের অন্য কেতার অভিনয় দিয়ে শেষরক্ষে হয়নি। মানে অভিনয়টাই হয়নি। মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে কবীর খানের এই ছবি। বক্স অফিস কালেকশন মাত্র ১২০ কোটি টাকা।

যব হ্যরি মেট সেজাল: আর একটা বৃহৎ খান-ফ্লপ। ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখ-অনুষ্কা অভিনীত এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ৬৪.৫ কোটি টাকা। পাবলিকের বক্তব্য অনুষ্কার পাশে কিং-কে পিসশ্বশুর মনে হয়েছে। নায়ক কদাচ নয়।

রেঙ্গুন: বিশাল ভরদ্বাজের বিশাল ছবি। বিগ বাজেট। বিগ স্টার। কিন্তু বিগ ফ্লপ। পিরিয়ড পিস হিসেবে বিশ্বস্ত। কিন্তু পাবলিক যে কখন কী খায়! কালেকশন মাত্র ২৩ কোটি টাকা।

জগ্গা জাসুস: ছবি দারুণ, কিন্তু এদেশের পাবলিক বোধ হয় এখনও প্রস্তুত নয় এমন ছবি দেখতে। ফলে ফ্লপ। অনুরাগ বসুর এই ছবির বক্স অফিস কালেকশন জানলে আঁতকে উঠতে হয়। মাত্র ৫৪.৫ কোটি টাকা।

সরকার ৩:  রামু বর্মার কপাল এবারেও মন্দ। পলিটিক্যাল ক্রাইমের কেরদানি কাজ করছে না কিছুতেই। স্বয়ং বিগ বি-ও সামলাতে পারছেন না। হুড়মুড়িয়ে ফ্লপ করেছে ‘গডফাদার’ ঘরানার এই ছবি। কালেকশন মাত্র ৯.৯৩ কোটি টাকা।

বেগম জান:  সৃজিত মুখোপাধ্যায়ের বলি-ডেবিউ। খেলতে নেমেই আউট বঙ্গসন্তান। কল্প-ইতিহাসকে একেবারেই খারিজ করল নেশন। দেশভাগ নিয়ে তামাশা বরদাস্ত করতে রাজি নন কেউই। সোশ্যাল মিডিয়ায় গুরুতর ট্রল। বক্স অফিস কালেকশন ২০.৭৫ কোটি টাকা।

ব্যাঙ্ক চোর: পরিবেশক ছিল যশ রাজ ফিল্মস। বাম্পির পরিচালনায় এই কমেডি-থ্রিলারকে ‘বছরের সেরা ফ্লপ’-ও বলা যায়। বক্স অফিসে আমদানি মাত্র ৮ কোটি টাকা।
আ গয়া হিরো:  গোবিন্দার প্রত্যাবর্তন। কেবল নায়ক নন, তিনি একাধারে এই ছবির চিত্রনাট্যকার ও প্রযোজকও বটে। এটা সম্ভবত ‘সেরার সেরা ফ্লপ’। পরিচালক দীপঙ্কর সেনাপতি। বক্স অফিসে আয় ১ কোটি টাকা।  
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে