বিনোদন ডেস্ক: অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র সহধর্মিণী নাজিয়া আহমেদ। সম্প্রতি তিনি একটি অনলাইন বুটিকের উদ্বোধন করেছেন। ধীরে ধীরে এ ব্যবসাকে সম্প্রসারিত করবেন নাজিয়া। অনলাইন বুটিক শপের নাম দিয়েছেন ‘অদ্রিয়ানা’।
‘অদ্রিয়ানা’ নিয়ে অবশ্য দুবছর আগে থেকেই কর্মকাণ্ড শুরু করেছিলেন নাজিয়া। সে সময় নাজিয়ার ডিজাইন করা কিছু শাড়ি বেশ দৃষ্টিনন্দিত হয়েছিল বিধায়, ক্রেতারা আকৃষ্ট হয়েছিল। সেই ব্যবসার শেকড় ছড়াতেই গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনলাইন বুটিকশপ ‘অদ্রিয়ানা’র।
গত ২৩ ডিসেম্বর শনিবার নিজেদের বাড়ির ছাদে মিলাদ মাহফিলের মাধ্যম স্টুডিও বুটিক ‘অদ্রিয়ানা’র যাত্রা শুরু করে অপূর্ব পরিবার। এখন থেকে আগ্রহী ক্রেতারা নিয়মিত স্টুডিওতে এসে নিজেদের পছন্দের পোশাক কিনতে পারবেন। রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে অপূর্ব-নাজিয়ার আবাসস্থলের ছাদে এই স্টুডিও অবস্থিত। ব্যবসা উদ্বোধনের দিন নাজিয়া আহমেদের সঙ্গে ছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদও।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস