মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:০৫:২৭

গায়ক শাফিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী

গায়ক শাফিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী

ঢাকা: মাইলস ব্যান্ড এর শাফিন আহমেদকে চেনেনা বাংলাদেশে এমন মানুষ কমই আছেন। তবে তাকে সবাই গায়ক হিসেবে চিনলেও এবার রাজনীতিতেও চিনবেন সবাই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে গায়ক শাফিন আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ তার দলের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন। গত ১ ডিসেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসি'র মেয়র পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শাফিন আহমেদ একজন বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ড এর একজন সদস্য। তিনি বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে