বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:১৯:৪৮

সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন কিং খান

সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন কিং খান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়ক সালমন খান ৫২ বছরে পা রাখলেন৷ রাত বারোটা বাজতেই টুইটারে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে৷ সোশ্যাল মিডিয়ায় বলি সেলেবরা সালমন খানকে শুভেচ্ছা জানান৷ তবে অন্যান্যদের থেকে একেবারে অন্য স্টাইলে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাহরুখ খান৷

এক অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান সল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানান৷ তুম জিও হাজারো সাল গানটি সালমনের জন্য গান কিং খান৷ জন্মদিন উপলক্ষ্যে বড় পার্টি রেখেছেন সালমন৷ তবে সেই পার্টিতে যেতে পারবেন না বলেই জানিয়েছেন শাহরুখ খান৷ বলেন,  অবশ্যই পার্টি মিস তো করবই৷ ওই দিনটা ছেলে মেয়েদের সঙ্গে কাটাব৷ তবে অন্য কোন দিন পার্টি করব আমরা৷

তিন খানদের মধ্যে সালমন শেষ খান যিনি জন্মদিনের কেকে ৫২টি মোমবাতি নেভাবেন৷ এর আগে বলিউড পারফেকশনিষ্ট আমির খান মার্চ মাসে ৫২তম জন্মদিন পালন করেন৷ বাদশা শাহরুখ খান নভেম্বরে ৫২তম বছরে পা রাখেন৷ আর ২৭শে ডিসেম্বর টাইগার পা রাখলেন ৫২ বছরে৷ তাঁর জন্মদিন উপলক্ষ্যে আলিবাগ ফার্ম হাউসে বিশাল পার্টি রাখা হয়েছে৷

এদিকে রাত থেকেই পার্টি মুডে দেখা গিয়েছে সালমনকে৷ গতকাল রাতে বান্ধবী ক্যাটরিনা কাইফ ও পরিবারের সদস্যদের সঙ্গে পনভেল ফার্ম হাউসে পার্টি করতে দেখা গিয়েছে সল্লুকে৷ ক্যাট ও সল্লুকে একসঙ্গে ফ্রেম বন্দি করেন ফটোগ্রাফাররা৷ কালো পোশাকে দু’জনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল৷ খুশির কারণও যথেষ্ট৷ প্রথমত সালমনের জন্মদিনষ দ্বিতীয়ত সদ্য মুক্তি পেয়েছে সালমনের এই বছরের শেষ ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’৷

মুক্তির চারদিনের মাথায় ১৫১ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ছবির প্রযোজকরা৷ ট্রেন্ড বিশেষজ্ঞদের মতে যেভাবে রকেটের গতিতে এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে নেবে টাইগার জিন্দা হ্যায়৷ এই ছবিতে ক্যাটরিনা কাইফও অভিনয় করেছেন৷
২৭ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে