বিনোদন ডেস্ক: জিও’র কর্ণধার মুকেশ আম্বানী যা-ই করেন, শিরোনামে আসেন। তাঁর প্রতিটি পদক্ষেপেই থাকে নয়া চমক। তাঁর পুত্র অনন্ত আম্বানী-ও যে বাবার দেখানো পথেই হাঁটছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। অনন্তের প্রথম মাইনে কত ছিল, তা সম্প্রতি জানতে চেয়েছিলেন শাহরুখ খান। মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে যা উত্তর দিলেন মুকেশ-পুত্র, তা শিরোনামে আসার মতোই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রিলায়েন্সের ৪০ বছর পূর্তিতে সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন বাদশাহ। মুকেশ-পুত্র অনন্তকে মজার ছলেই শাহরুখ জিজ্ঞেস করেছিলেন, ‘‘আমার প্রথম মাইনে ছিল ৫০ টাকা। তোমার কত ছিল?’’
এর উত্তরে অনন্ত যা বলেন, তা অবাক করার মতোই। কিং খানকে তিনি বলেন, ‘‘ছাড়ো, ছাড়ো, আমি সেটা বললে তুমি লজ্জা পেয়ে যাবে।’’ এটা শোনার পর প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলেন শাহরুখ। বলা বাহুল্য, অনন্তের রসিকতা তিনি বুঝতে দেরি করেননি।
ওই অনুষ্ঠানে অনন্ত জানান, কীভাবে একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়ে রিলায়েন্স আজ এই জায়গায় পৌঁছেছে। পাশাপাশি তিনি এও বলেন, ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানীর স্বপ্ন, রিলায়েন্সকে বিশ্বের প্রথম ২০টি সংস্থার মধ্যে নিয়ে আসা।
এমটি নিউজ/এপি/ডিসি