বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৮:৪৭

জন্মদিনে সেরা উপহার পেলেন সালমান

জন্মদিনে সেরা উপহার পেলেন সালমান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান ২৭ ডিসেম্বর পা রাখলেন জীবনের ৫৩ তম বর্ষে। পানভেল পার্মহাউজে রাত বারটা থেকে চলছে তার জন্মোৎসব। সেখানে তাকে সঙ্গ দিচ্ছেন সাবেক প্রেমিকা ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

বছরের শুরুটা ভালো না হলেও ২০১৭’র শেষটা ‘টাইগার জিন্দা হ্যায়’র সুবাদে দারুণ কাটছে সালমান খানের। মুক্তির চারদিনের মধ্যেই প্রায় দুইশ’ কোটি রুপি আয় করে ফেলা সিনেমাটিকেই জন্মদিনের সেরা উপহার হিসেবে মানছেন সালমান। আর এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সহ-অভিনেত্রী ক্যাটরিনাকে।

তিনি বলেন, ‘টাইগার জিন্দা হ্যায় চলেছে কেবল একটি কারণে। সেটা হলো ক্যাটরিনা কাইফ। সেই আমাকে এই সাফল্য দিয়ে জন্মদিনের সবচেয়ে সেরা উপহারটা দিয়েছে।সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে