বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৪:৩৩

উন্নতমানের কনডম তৈরি করতে বললেন রাখি

উন্নতমানের কনডম তৈরি করতে বললেন রাখি

বিনোদন ডেস্ক: কনডম তৈরি নিয়ে ভারতীয় যোগগুরু রামদেবকে চ্যালেঞ্জ করেছেন দেশটির অভিনেত্রী ও মডেল তারকা রাখি সাওয়ান্ত। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রামদেবকে এমন চ্যালেঞ্জ দিয়ে রাখি বলেছেন উন্নতমানে কনডম তৈরি করতে।  

টেলিভিশনের 'ড্রামা কুইন' খ্যাত রাখি সাওয়ান্ত ওই ভিডিওতে বলেন, 'রামদেবের যদি দম থাকে, তাহলে তিনি যেন পতঞ্জলির কনডম তৈরি করে দেখান।' ভিডিওটি খুব দ্রুত অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যা বিনোদনপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

জি-নিউজের ভাষ্য মতে, কিছুদিন আগে বিরাট কোহলি এবং অনুশকা শর্মার বিয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। সেটাও বেশ আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বাথরুমে বসে রাখি সাওয়ান্ত ওই ভিডিওতে বলেছিলেন, 'বিরাট বিয়ে করে নিলেন, এবার তার কী হবে...।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে