বিনোদন ডেস্ক: প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার এফডিসিরি ৮ নং ফ্লোরে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম ক্লাব। শাকিব-অপু শ্রেষ্ঠ জুটির পুরষ্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান। তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস।
কী সেই গোপন কারণ, যার জন্যে দেখা হলো না শাকিব-অপুর? তাহলে কি আসলেই শাকিব-অপু আর স্বামী স্ত্রী থাকছেন না? নাকি শাকিব খান অপু বিশ্বাসকে এড়িয়ে চলছেন! তবে শাকিব ভক্তরা বলছেন অন্যকথা। অপু বিশ্বাসের সাথে আর কোন অনুষ্ঠানে নাকি একসাথে থাকতে রাজি নন ঢালিউডের কিং খান খ্যাত এই নায়ক। যদিও শাকিব খানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানা যায় নি।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ পরবর্তী সময়ে শাকিব-অপু জুটি দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এ সময়ে তাদের করা ৭৩টি ছবির বেশির ভাগই ‘হিট’ তকমাও পায়। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্লাবটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস