বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৬:৫৪

দুইশ' কোটির দোরগোড়ায় সালমানের 'টাইগার'

দুইশ' কোটির দোরগোড়ায় সালমানের 'টাইগার'

বিনোদন ডেস্ক: দুর্বার গতিতে ছুটছে সালমান-ক্যাটরিনার 'টাইগার জিন্দা হ্যায়'। মুক্তির এক সপ্তাহও পেরোয়নি। আর তাতেই দুইশ' কোটি রুপি আয়ের দোরগোড়ায় সিনেমাটি। গত শুক্রবার মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছিলো ৩৪.১০ কোটি রুপি। আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ৫ হাজার ৭০০ হলে। যার মধ্যে ভারতের ৪ হাজার ৬০০ এবং বাকি হলগুলি ভারতের বাইরের। দারুণ সাফল্যের পর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালামন খান।

এক বিবৃতিতে ভাইজান বলেন, 'টাইগার জিন্দা হ্যায়'র জন্য এত ভালাবাসা দেয়ায় দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। সিনেমার শুটিং ইউনিটের প্রত্যেক সদস্যের জন্য চ্যালেঞ্জিং ছিলো। কখনো প্রচন্ড গরম আবার কখনো বা প্রচন্ড ঠান্ডায় আমাদের শুটিং করতে হয়েছে। টাইগার জিন্দা হ্যায়কে আনন্দদায়ক করে তোলার পেছনে যে পরিশ্রম করেছে তারই ফল হিসেবে এতটা ভালোবাসা মিলছে।'

টাইগার জিন্দা হ্যায় সিনেমার আয়
প্রথম দিন: ৩৪.১০ কোটি
দ্বিতীয় দিন: ৩৫.৩০ কোটি
তৃতীয় দিন: ৪৫.৫৩ কোটি
চতুর্থ দিন: ৩৬.৫৪ কোটি
পঞ্চম দিন: ৩৫ কোটির ওপরে

পাঁচ দিনে মোট প্রায় ১৮৬.৪৭ কোটি রুপি আয় করেছে ছবিটি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে