বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৪:২৫

ক্যাটরিনার জন্যই টাইগার জিন্দা হ্যায় হিট হয়েছে, বললেন সালমান!

ক্যাটরিনার জন্যই টাইগার জিন্দা হ্যায় হিট হয়েছে, বললেন সালমান!

বিনোদন ডেস্ক: মুক্তির পর বলিউড বক্সঅফিসে পাঁচদিনে ইতিমধ্যেই প্রায় ১৭৩ কোটি রুপি আয় করে নিয়েছে সালমান খান অভিনীত সিনেমা টাইগার জিন্দা হ্যায়। কিন্তু সালমান মনে করছেন, সিনেমাটি হিট হয়েছে তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের অভিনয়ের কারণে!

সালমান বলেন, ‘টাইগার জিন্দা হ্যায় হিট হয়েছে মাত্র একটি কারণে- ক্যাটরিনা কাইফ।
আপনারা কি সিনেমাটিতে তার দুর্দান্ত অ্যাকশন দৃশ্যটি দেখেননি?’

সালমান সিনেমাটিতে তার অভিনয়ে রাজি হওয়া প্রসঙ্গে বলেন, আমি প্রথমে এক থা টাইগার এর কোনো সিক্যুয়েল করতে রাজি ছিলাম না। কেননা টাইগারকে ছাড়িয়ে যেতে হলে দুর্দান্ত রকমের ভালো কিছু লাগবে। তবে টাইগার জিন্দা হ্যায় নামটি শুনে আমার পছন্দ হয়ে যায়।

এরপর এর অসাধারণ গল্প শুনে এবং এর অ্যাকশন ডিরেক্টর হিসেবে টম স্ট্রুদার্সকে ভাড়া করার কথা জানতে পেরে আমি রাজি হয়ে যাই। কারণ টম স্ট্রুদার্স এমন একজন বিশ্ববিখ্যাত অ্যাকশন ডিরেক্টর যিনি ক্রিস্টোফার নোলানের সিনেমা এবং ব্যাটম্যান এর মতো বিখ্যাত সব সিনেমার অ্যাকশন ডিরেক্টর ছিলেন। ’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে