বিনোদন ডেস্ক: ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বিলাশবহুল সেন্ট রেগিস হোটেলে মঙ্গলবার হয়ে গেল বিরুশকার দ্বিতীয় রিসেপশন। সেখানে বসেছিল তারার মেলা। বলিউড ও ক্রিকেটের রথী মহারথীরা যোগ দিয়েছিলেন এতে। বিরাট কোহেলি এবং আনুশকা শর্মার বিয়ের শেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে হাজির হয়েছিলেন বিগ বি থেকে শাহরুখ এবং রেখা থেকে ক্যাটরিনাসহ আরো অনেক তারকা। কিন্তু সবচেয়ে মজার কাণ্ডটি করেছেন বিগ বি মানে লিজেন্ড অমিতাভ বচ্চন। তার কাণ্ড থেকে হাসতে হাসতে লুটিয়ে পড়েন নববধূ আনুশকা।
পার্টিতে বিরাট ও আনুশকার সামনে এসে হাত জোড় করে ঝুঁকে পড়ে শুভেচ্ছা জানান বিগ-বি। এতে হতচকিত বিরাট। কিন্তু হেসে ফেলেন নববধূ। হাসতে হাসতে তিনিও হাত জোড় করে ঝুঁকে পড়েন অমিতাভের সামনে। বিগ-বি যতটা ঝুঁকে বিরুশকাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তার থেকে বেশি ঝুঁকে পড়ে প্রতিনমস্কার জানান আনুশকা। প্রায় পায়ের কাছে পৌঁছে যান।
অমিতাভের এই কাণ্ড দেখে অনেকেই মনে করছেন, করমর্দন না করে ভারতীয় কায়দায় নব দম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্যেই এটি করেছিলেন বিগ-বি। অনেক অতিথিদের ভিড়ে অমিতাভ-আনুশকার এই নমস্কার ও পাল্টা নমস্কারের ছবিই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
অবশ্য বিরুশকার সঙ্গে সপরিবারে ছবি তুলে অন্য অতিথিদের ভিড়ে মিশে যান অমিতাভ। একে একে দেখা করেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে। এ নিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিরাট-আনুশকার বিয়ের রিসেপশন… আমাদের (পরিবারের) সবার তরফ থেকে শুভেচ্ছা ও ভালবাসা।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস