বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৮:২৫

এবার নতুন রুপে আসছেন ঐশ্বরিয়া

এবার নতুন রুপে আসছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের এক ক্লাবের সদস্যের তালিকায় নাম লেখালেন ঐশ্বরিয়া রায় বচ্চন।  যদিও এর আগে এ ক্লাবে প্রবেশ করেছেন শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশন, বরুণ ধবন, অর্জুনরা।

শুধু এ ধারায় নিজের নাম লেখাতে বাকি ছিলেন ঐশ্বরিয়া। শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনদের তাই নিজের নামটিও লেখালেন ঐশ্বরিয়া। তবে এবার সেই শূণ্যতাকে পুরণ করলেন তিনি।  কিন্তু প্রকৃতপক্ষে এটি কোন ক্লাব কিংবা কোন প্রতিষ্ঠানে সদস্য নয়।

শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনদের সাথে কি এমন মিল পাওয়া গেল ঐশ্বরিয়া রায় বচ্চনের। এমন প্রশ্ন করতেই পারেন তার ভক্ত শ্রোতারা। কী বলুন তো সে বিষয়টি?

না আর রহস্য নয় জানা যাক আসল বিষয়টি। আসলে পরবর্তী ছবিতে ডাবল রোলে দেখা যাবে ঐশ্বরিয়াকে। নতুন একটি থ্রিলার ছবিতে সই করেছেন ঐশ্বরিয়া। যেখানে তিনি ডাবল চরিত্রে অভিনয় করবেন।

২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হবে ছবিটির শুটিং। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। আর কোন নায়কই তার বিপরীতে অভিনয় করবেন, তাও এখনও  ঠিক হয়নি।

এদিকে‘রাত অউর দিন’ মূভির রিমিকে দেখা যেতে পারে ঐশ্বরিয়াকে। শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের মা নার্গিসের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হবে এই ছবি।  তবে দু’টি ছবির কোনওটি নিয়ে এখনও প্রকাশ্যে কোন কথা বলেননি ঐশ্বরিয়া।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে