বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪২:৪৮

এমপি নির্বাচনে যে দল থেকে মনোনয়নের জন্য আগাম দৌড় ঝাঁপ শাকিল খানের

এমপি নির্বাচনে যে দল থেকে মনোনয়নের জন্য আগাম দৌড় ঝাঁপ শাকিল খানের

বিনোদন ডেস্ক: বাগেরহাট ৩ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। বাগেরহাট-৩ আসনটি বাগেরহাট জেলার মংলা উপজেলা-রামপাল উপজেলা নিয়ে গঠিত।

এই আসনেই আওয়ামী লীগের টিকেটে নির্বাচনে অংশ নিতে অংশ চান শাকিল খান। আর মনোয়ন পাওয়ার বিষয়ে দারুণ আশাবাদী এই বিগত দিনের জনপ্রিয় চিত্রনায়ক।

শাকিল বুধবার বলেন, আমি চাই মানুষের পাশে দাঁড়াতে। মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতে চাই। আলহামদুলিল্লাহ তৃণমূল পর্যায় থেকে আমি কাজ শুরু করেছি, সেখানের মানুষজন আমাকে চান। আমার পাশেই আছেন।

শাকিল খান বলেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করতে পারবো। স্থানীয় আওয়ামী লীগও আমার সাথে রয়েছেন। এলাকায় আমি অনেকদিন থেকে কাজ করে যাচ্ছি।
আমি মনে করি এখন বাংলাদেশে তরুণ-শিক্ষিত নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। আর এখান থেকেই নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ফিট মনে করছি।

১৯৯৭ সালে আমার ঘর আমার বেহেস্ত ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক ঘটে শাকিল খানের। এরপর চিত্রনায়িকা পপির সাথে জুটি বেঁধে অনেকগুলো হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

বাংলা চলচ্চিত্রে ফিরবেন কি না? এমন প্রশ্নের জবাবে শাকিল বলেন, এই ধরনের চিন্তাভাবনা আপাতত নেই। আতবে আমি বাংলাদেশি চলচ্চিত্রের উন্নতি চাই। এখন অনেক হল কমে গেছে এটা অনেক কষ্টের। তারপরেও অনেক ভালো ভালো ছবি হচ্ছে এটা ইতিবাচক।

শাকিল খান বলেন, আসলে একটা সময় আমাদের উজ্জ্বল চলচ্চিত্রের ইতিহাস ছিল। মাঝখানে একটা অন্ধকার সময় গেছে। সেসময়ই নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন অনেক ভালো কাজ হচ্ছে। অভিনয়ে টিকে থাকাটাও চ্যালেঞ্জিং। আমাদের সংস্কৃতির প্রতি আমার ভালোবাসা সবসময় রয়েছে। যে কারণে আমি চাই আমাদের চলচ্চিত্র এগিয়ে যাক।

শাকিল খান ও পপিরে প্রেম ঢাকাই ইন্ডাস্ট্রিতে বেশ আলোচিত বিষয় ছিল। তবে সেটা গুজব নাকি বাস্তব সেটা এখনো অজানাই থেকে গেছে। শাকিল খান পরবর্তীতে শারমিন নামের এক তরুনীকে বিয়ে করেন। এখন শাকিল-শারমিন দুই সন্তান নিয়ে সুখেই আছেন বলা যায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে