বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:২১:১৯

নতুন বছরের প্রথম দিনটা কোথায় কাটাবেন বিরাট-আনুশকা?

নতুন বছরের প্রথম দিনটা কোথায় কাটাবেন বিরাট-আনুশকা?

বিনোদন ডেস্ক: ভারতের ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আনুশকা এখন অফিশিয়ালি ভারতের ক্রিকেট পরিবারের সদস্য। তাই সুযোগ হাতছাড়া না করে শুটিং থেকে অবসর নিয়ে বিরাটের সঙ্গে ‘নিউ ইয়ার’ উদযাপন করতে আনুশকাও রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পথে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি করা হয়েছে।

আনুশকা শর্মা এবং বিরাট কোহলি দুজনেই ক্যাজুয়াল লুকে ছিলেন। নীল রঙ এর ট্র্যাক স্যুট পরেছেন বিরাট। আর অনুশকা পরেছেন সাদাকালো জাম্প স্যুট। একই রকম সাদা স্নিকারস জুতো পরেছেন দুজনেই।

বিয়ের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে আছেন বিরাট কোহলি। খেলেননি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজও। তাই দক্ষিণ আফ্রিকা পৌঁছেই খেলার চর্চা শুরু করবেন বিরাট কোহলি। আর ‘নিউ ইয়ার ইভেন্ট’ কাটিয়ে আনুশকা ফিরে আসবেন জানুয়ারির প্রথম সপ্তাহে। এসে শাহরুখের সঙ্গে আনন্দ এল রাইয়ের ছবির শুটিং এর কাজ শুরু করবেন তিনি। এছাড়াও ফেব্রুয়ারিতে বরুন ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’ ছবির কাজও শুরু করার কথা আছে তার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে