রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৮:১৬:৫৮

বিপিএল থেকে বাদ পড়লেন শিনা চৌহান

বিপিএল থেকে বাদ পড়লেন শিনা চৌহান

বিনেদান ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র তৃতীয় আসর ঘনিয়ে এসেছে। আগামী ২০ তারিখ জমকালো উদ্বোধনি অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হচ্ছে এই আসর। তবে এবারের আয়োজনে ডাক পাননি উপস্থাপনার দায়িত্বে থাকা ভারতীয় জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা শিনা চৌহান। তার জায়গা এবার নতুন চমক হিসেবে দখল করেনিয়েছেন বলিউড তারকা ও ২০০৬ সালের মিস ইন্ডিয়ার সেমি ফাইনালিস্ট পামেলা ভাদুরি। পাঁচ বছরের চুক্তি থাকলেও মাত্র দুই বছরেই দায়িত্ব পালন করা শিনা চৌহানের সাথে উপস্থাপনার চুক্তি বাতিল করেছে বিপিএলের সম্প্রচার কর্তৃপক্ষ চ্যানেল নাইন। বিপিএলকে নতুনভাবে আরো বেশি আকর্ষণীয় করে দর্শকদের সামনে হাজির করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শিনা চৌহান পরপর দুইবার বিপিএলে উপস্থাপনা করে বাংলাদেশে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। সে ধারাবাহিকতায় সুযোগ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘পিঁপড়াবিদ্যা’তেও। তবে শিনার চুক্তি বাতিলের আর একটি কারণ হিসেবে অনেকে মনে করছেন। শিনা চুক্তি ভঙ্গ করে বিপিএলে উপস্থাপিকার দায়িত্ব পালনএর পাশাপাশি ‘পিপড়াবিদ্যা’ সিনেমাতে অভিনয় করেছেন। হয়তো শিনা বিপিএলের উপস্থাপনার চেয়ে সিনেমাতে অভিনয়ই বেশি সম্মানের মনে করেছেন। এদিকে গত দুই আসরে বিপিএলের দেশীয় উপস্থাপক হিসেবে দেখা গেছে নওশীন, নাবিলা এবং মুনমুনকে। অথচ এবার এই তিনজনের একজনও থাকছেন না। তৃতীয় আসরের জন্য চূড়ান্ত হলেন লাক্স সুন্দরী মডেল অভিনেত্রী আমব্রিন। কেন? জবাবে জানা গেছে, সব কিছু বিবেচনা করে দেশের উপস্থাপক-মডেল-অভিনেত্রীদের মধ্যে এবার আমব্রিনকেই সবচেয়ে যোগ্য মনে করেছে চ্যানেল নাইন ও বিপিএল কর্তারা। শিনা চৌহানের স্থান দখল করা বিপিএলের নতুন উপস্থাপিকা পামেলা ভাদুরি স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পাশাপাশি পামেলা টেলিভিশনে উপস্থাপনার আগে অভিনয় করেছেন বলিউড ও বাংলা ভাষার ছবিতে। তারমধ্যে ‘কাহানি' ও ‘টান’ ছবি উল্লেখযোগ্য। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে