শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৯:৩০

গর্জন করছেন সালমান খান

গর্জন করছেন সালমান খান

বিনোদন ডেস্ক: ২০০ কোটির ক্লাব ছুঁই ছুঁই করছে 'টাইগার জিন্দা হ্যায়'। মুক্তির ৬ দিনের মধ্যেই ১৯০ কোটির ব্যবসা  করে ফেলল সলমন খান, ক্যাটরিনা কাইফের সিনেমা। ৭ দিনের মধ্যেই টাইগার জিন্দা হ্যায় আরও ১০ কোটির ব্যবসা করে ২০০ কোটির ক্লাবের সদস্য হয়ে যাবে বলে মনে করছে বি টাউন।  

'বজরঙ্গী ভাইজান'-এর পর কবির খানের 'টিউবলাইটে' অভিনয় করলেও, সলমনের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি বি টাউনে। কিন্তু, সলমনের 'টাইগার জিন্দা হ্যায়' ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আগে থেকেই গুঞ্জন শুরু হয়। সেই অনুযায়ী মুক্তির পর থেকেই ভাল ব্যবসা শুরু করে পরিচালক আলি আব্বাস জাফরের ওই সিনেমা।

টাইগার জিন্দা হ্যায়-র পর এবার 'রেস থ্রি'-এর জন্য ওয়ার্কশপ শুরু করেছেন সলমন খান। শোনা যাচ্ছে, রেস থ্রি-তে সলমনের বিপরীতে থাকতে পারেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কবে থেকে  সিনেমার শুটিং শুরু হবে, তা এখনও জানা যায়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে