শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫২:৩০

বিরুষ্কার রিসেপশনে মুখোমুখি রণবীর-ক্যাটরিনা, জানেন কী ঘটল?

বিরুষ্কার রিসেপশনে মুখোমুখি রণবীর-ক্যাটরিনা, জানেন কী ঘটল?

বিনোদন ডেস্ক: সবাই ভেবেছিলেন রণবীর-ক্যাটরিনা ব্রেকআপের পর হয়তো সব কিছু ভুলে গিয়ে বন্ধু হয়ে উঠবেন৷ এমনটাই মনে হয়েছিল জগ্গা-জাসুস ছবির প্রোমোশনেও  কিন্তু ঘটনাটা ঘটল উল্টোই ৷ বন্ধুত্ব তো নয়ই, বরং মুখোমুখি হলে দু’জনই এড়িয়ে যাচ্ছেন দু’জনকে ৷এরকমই ঘটল বিরাট ও অনুষ্কার মুম্বই রিসেপশেন ৷

বিরাট ও অনুষ্কার রিসেপশেন পৌঁছেছিলেন রণবীর ও ক্যাটরিনা ৷ তবে একেবারেই আলাদা আলাদা ৷ ক্যাটরিনা ছিলেন তাঁর বোন ইজাবেলার সঙ্গে ৷ আর রণবীর ছিলেন পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ জানা গিয়েছে, ক্যাটরিনার সঙ্গে কথা বলার জন্য নাকি এগিয়েও ছিলেন রণবীর ৷ কিন্তু সেই সাক্ষাতে বাধ সাধেন আয়ান ৷ তিনি নাকি চাননি রণবীর বেগতিক অবস্থায় পরুন !
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে