হানিমুনে সুমাইয়া শিমু
বিনোদন ডেস্ক : বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু চলতি বছরের ২৯ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের পর বিভিন্ন নাটকে ব্যস্ত থাকার ফলে স্বামী নজরুল ইসলামকে সময় দিতে পারেননি শিমু। তবে বিয়ের চার মাসের মাথায় সব কাজ ফেলে হানিমুন করতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়ে গেলেন শিমু ও স্বামী নজরুল ইসলাম।
নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। দাম্পত্য জীবনের প্রায় তিন মাস হয়ে গেলেও এ জুটি বিয়ের পর কোনো ছবি তাদের ফেসবুকে ভক্তদের মাঝে শেয়ার করেননি।
কিন্তু হঠাৎ করে গত ১ নভেম্বর অভিনেত্রী সুমাইয়া শিমু তার ফেসবুকে নতুন লুক ক্যাপশন দিয়ে বেশ কয়েটি ছবি দিয়েছেন। তার মধ্যে একটি ছবির ক্যাপশনে লিখেছেন ‘বিউটিফুল মেলবোর্ন মর্নিং’। তবে ছবিগুলোতে কোথাও ছিলেন না তার স্বামী নজরুল ইসলাম।
১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�