শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:১০:০০

শাহরুখের সঙ্গে নেচে গেয়ে কোমর দুলালেন হরভজন

শাহরুখের সঙ্গে নেচে গেয়ে কোমর দুলালেন হরভজন

স্পোর্টস ডেস্ক: একজন বলিউডের বাদশা ও অন্যজন ক্রিকেটার। দুজনের পেশা ভিন্ন হলেও নাচ তাদেরকে একবিন্দুতে এনে মিলিয়েছে। বলছিলাম বলিউড কিং শাহরুখ খান আর সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। নাচের ভেন্যু বিরাট কোহালি আর আনুশকা শর্মার বিয়ে পরবর্তী মুম্বাইয়ের তারকাবহুল রিসিপশন পার্টি।

শুক্রবার হরভজন সিংহ সেই নাচের ভিডিও পোস্ট করে আরও একবার মনে করিয়ে দিলেন ২০১৭ সালের সবচেয়ে আলোচিত বিয়ের কিছু মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, শাহরুখের গানের তালে নাচতে থাকেন হরভজন, কোহলি, আনুশকাসহ আগত অতিথিরা।

মুম্বাইয়ের সেই রিসিপশন পার্টিতে মহাতারকাদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, রেখা, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া, মাধুরী দিক্ষিত, করন জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, কঙ্গনা রানাওয়াত, অনুরাগ কাশ্যপসহ বলিউডের প্রায় সব চেনা মুখ।  

ক্রিকেটের তারকারাও পিছিয়ে ছিলেন না। বলিউডের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে সেই তালিকায় ছিলেন সন্দীপ পাতিল, সাইনা নেহওয়াল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বীরেন্দ্র শেবাগ, সুনীল গাভাস্কারের মত বিশ্বখ্যাত তারকারা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে