বিনোদন ডেস্ক: ঢালিউড কিং খান শাকিব খানের জনপ্রিয়তা অপার বাংলায় আরো বেড়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, আশেপাশের রাজ্যেও জনপ্রিয় হয়ে উঠেছেন শাকিব খান। আসামের ছোট্ট শহর বকোতে গিয়ে শাকিব নিজেই সেটি টের পেয়েছিলেন। হাচোরি গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পান শাকিব খান। সেখানে প্রায় লাখ খানেক দর্শক দেখে শাকিব নিজেই অবাক হয়েছিলেন। দর্শকদের অনুরোধে বেশ ক’টি গানে পারফর্ম করেন শাকিব।
আসাম মাতানোর পর এবার শাকিব খান যাচ্ছেন উত্তর ২৪ পরগনার হিংগলগঞ্জে। সুন্দরবনের নিকটবর্তী এ অঞ্চলের ভেটকিয়া নামক স্থানে ঐতিহাসিক ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষেই আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েছেন শাকিব খান। তিনিই আয়োজনটির মূল আকর্ষণ। শাকিবের সাথে উক্ত অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সেই আয়োজনে আরো থাকছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনও। এছাড়াও কলকাতার বিভিন্ন টেলিভিশন সিরিলের অনেক অভিনয়শিল্পী থাকবেন সে অনুষ্ঠানে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস