নীরবতা ভাঙলেন বাঁধন
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন লাক্সতারকা আজমেরী হক বাঁধন। তবে কথা হচ্ছে, যার রক্তে অভিনয়টা মিশে গেছে, সে কি আর অভিনয় থেকে দূরে সরে থাকতে পারে?
সে হয় তো সম্ভব নয়। আর তাইতো অভিনয়ে আবারও সরব হয়েছেন এই লাক্সতারকা। বর্তমানে তিনি আটটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। তা ছাড়া তার হাতে আরো কয়েকটি নাটকেরও প্রস্তাব রয়েছে।
জানা গেছে, দন্ত চিকিৎসক বাঁধন সাংসারিক ব্যস্ততার পাশাপাশি একটি চেম্বার খোলারও অভিপ্রায় করেছিলেন। মূলত এ কারণেই কিছু দিন অভিনয়কে এড়িয়ে চলেছেন। তবে শেষ পর্যন্ত চেম্বার দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
বাঁধন বলেন, 'আপাতত চেম্বার দেয়ার কাজটি বন্ধ রেখেছি। আসলে এ জন্য আরো কিছু সময় দরকার। আমি এ বিষয়ে আরো পড়াশোনা করতে চাই। মিডিয়ার পরিচয়ের কল্যাণে চেম্বার দিলেই যে রোগী আসবে, এমনটা চাই না। তাই আরো বেশি দক্ষতার দরকার বলে মনে করছি। আর সেই সঙ্গে বিনিয়োগের ব্যাপারটাও রয়েছে। তাই আপাতত চেম্বার দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে মিডিয়ায় সরব হয়েছি।'
বাঁধন বর্তমানে 'দলছুট প্রজাপতি', 'মেঘে ঢাকা শহর', 'এ কূলে আমি আর ঐ কূলে তুমি', 'তীরন্দাজ', 'সহযাত্রী', 'ডিবি', 'মেঘের পরে মেঘ' ও 'নীল নির্বাসন' শীর্ষক ধারাবাহিকে কাজ করছেন।
এ মুহূর্তে তিনি সাগর জাহানের পরিচালনায় 'এ কূলে আমি আর ঐ কূলে তুমি'র শুটিং করছেন। রাজধানীর উত্তরায় এর শুটিং চলছে। এ ধারাবাহিকে তাকে শখের বড় বোনের ভূমিকায় দেখা যাবে।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�