বিনোদন ডেস্ক: নতুন বছরে সকালে তখন ঘুমোচ্ছিলেন বলিউডের অভিনেত্রী ভূমি পেদনেকর। আর তার তখনই হঠাৎ একজন ফোন করেন। অচেনা একটি ল্যান্ডলাইন নম্বর থেকে। সেই ফোন দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন ভূমি। কিন্তু ফোনে পরিচয় জানতেই সব সন্দেহ কেটে গেল। কারণ, সকাল সকাল নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফোন করেছেন অক্ষয় কুমার।
আসলে এখন প্যাডম্যান ছবির প্রচারে একটি বেসরকারি রেডিও চ্যানেলে রোজ সকালে আসছেন অক্ষয় কুমার।সেখান থেকেই তিনি বলিউডের নানা স্টারদের ফোন করছেন। কথা বলছেন। জানতে চাইছেন, নতুন বছরের রিজলিউশন। সেই কথা জানতেই সেদিন সকালে ফোন করেছিলেন অক্ষয়।
ভূমি জানিয়েছেন, অভিনয় জগতে এসে অনেক কিছুই শেখার বাকি ছিল তাঁর। কিন্তু অক্ষয়ের সঙ্গে কাজ করার পর থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তিনি। টয়লেট এক প্রেম কথার শুটিংয়ের সময় অনেক কিছু হাতে ধরে তাঁকে শিখিয়েছেন অক্ষয়। তাই বছরের শুরুতে অক্ষয়ের ফোন পেয়ে তিনি সবচেয়ে খুশি হয়েছেন।
এমটি নিউজ/এপি/ডিসি