মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:৫৫:১২

গুলশানে আধা কিলোমিটার দৌড়েও নিজের জীবন রক্ষা করতে পারলেন না ছাত্রদল নেতা

গুলশানে আধা কিলোমিটার দৌড়েও নিজের জীবন রক্ষা করতে পারলেন না ছাত্রদল নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার গুলশান লেকপাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। রাত ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন। 

জানা গেছে, গুলশানের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাঁচার চেষ্টায় সৌরভ প্রায় আধা কিলোমিটার দৌড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন জানান, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানান, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।

কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি না জানতে চাইলে কাওসার জানান, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই ঠিক কীভাবে কী ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 নিহত সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান, আমরা থানায় এসেছি। ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে আশা করছি।

ঘটনার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মশিউর রহমান বলেন, রাতে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার থানায় লিখিত অভিযোগ দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে