বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় শোরগোল। বিয়ের আগে চুপিসারে এনগেজমেন্ট পর্ব সেরেছিলেন তারকা জুটি বিরাট-আনুশকা। এবার রণবীর-দীপিকাও নাকি সেই পথে হাটতে চলেছেন। শোনা যাচ্ছে, আজ শুক্রবারই শ্রীলংকায় চুপিসারে এনগেজমেন্ট পর্ব সারবেন হালের জনপ্রিয় এ তারকা জুটি। দিনটিকে আরও স্পেশাল করতে প্রেমিকা দীপিকার জন্মদিনটাকেই বেছে নিয়েছেন বলিউডের এনার্জি বয় রণবীর সিং।
কিছুদিন আগে ইতালির তাসকানিতে গোপনে বিয়ে সারেন ক্রিকেট ও বিনোদন জগতের দুই সুপারস্টার বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তাদের সম্পর্ক নিয়েও মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কৌতূহলের সীমা ছিল না। গুজব ছড়িয়েছিল, শ্রীলংকায় এনগেজমেন্ট সেরে ফেলেছেন বিরাট-আনুশকা। তবে সে খবর ধোপে টেকেনি। বিয়ের আগে ভারতেই গোপনে আংটি অদল-বদল হয় তাদের।
অন্যদিকে, ‘পদ্মাবতী’ ছবির বিতর্কের মাঝে এনগেজমেন্টের সমস্ত ব্যবস্থাই করে ফেলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের অলিগলিতে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। ছবি নিয়ে বিতর্ক, তাই বলে কি তাদের ব্যক্তিগত জীবনের চাওয়া-পাওয়া থেমে থাকবে?
বিরাট-আনুশকার মতো বলিউডের প্রথমসারির এই দুই সুপারস্টারকে নিয়েও গুজব কম ছড়ায়নি। তবে দুজনে যে এখন শ্রীলংকায়, সেটা পরিষ্কার। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আজ জন্মদিন। বিশেষ এই দিনকে সামনে রেখেই শ্রীলংকায় চুপিসারে এনগেজমেন্ট পর্বটা সেরে ফেলার পরিকল্পনা করেছেন প্রেমিক রণবীর সিং।
গত পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। রামলীলা, বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতী ছবিতে একসঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন বলিউডের এ লাভবার্ডস জুটি। এছাড়া ফটোশ্যুট কিংবা সাংবাদিকদের সামনে কাপল-কাপল পোজ দিয়ে বেশ কয়েকবার ছবিও তুলেছেন। এখন এনগেজমেন্ট পর্বটা ভালোয় ভালোয় হওয়ার অপেক্ষা।
৫ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর