বিনোদন ডেস্ক: বলিউড স্টার শহিদ কাপুরের পত্নী মীরা কাপুর ফটোগ্রাফারদের উপর ক্ষেপে গেছেন। সম্প্রতি মীরা সেই ক্ষোভ প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।
মে মেয়ে মিশা পার্কে খেলছিল, এমন সময় ফটোগ্রাফার ছবি তুলছিলেন। আর এতেই ক্ষেপে যান মীরা। তিনি স্ট্যাটাসে বলেন, মিশা পার্কে খেলছে। অযথা কেন তার ছবি তোলা হচ্ছে?
ছবিসহ এমন স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমটি নিউজ/আ শি/এএস