রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০১:০১:৪১

তাহসান নাকি তাসকিন কে পাবেন শ্রাবন্তীকে?

তাহসান নাকি তাসকিন কে পাবেন শ্রাবন্তীকে?

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার সুপারস্টার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বিপরীতে ছিলেন শাকিব খান। আবারও বাংলাদেশি নায়কের সঙ্গে অভিনয় করতে আসছেন কলকাতার মিষ্টি চেহারার নায়িকা শ্রাবন্তী।

‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এতে তাকে দেখা যাবে অরিত্রী চরিত্রে। সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক আছেন দুজন। সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান এবং ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে নজরকাড়া তাসকিন রহমান।
তবে সমস্যা হচ্ছে, শ্রাবন্তীর নায়ক তাহসান নাকি তাসকিন- এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি পরিচালক মোস্তফা কামাল রাজ।

এ ব্যাপারে রাজের রহস্যময় উত্তর হচ্ছে, ‘হয়তো দুজনই শ্রাবন্তীর নায়ক। আবার হয়তো না।’ তবে নায়ক যে-ই হোক, দুই বাংলার মিলবন্ধনে ‘যদি একদিন’ যে জমে ক্ষীর হবে সেটা অনুমান করাই যায়। তার পর সেটা যদি হয় তিন তারকার ত্রিভূজ প্রেমের গল্প, তাহলে তো কথাই নেই।

মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি। নির্মাতা রাজের সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। ‘যদি একদিন’ নির্মাতা রাজের পঞ্চম ছবি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে