রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৩২:১৮

৪২ বছর বয়সে এসে একতা বললেন, 'আমি সন্তান চাই, কিন্তু বিয়ে করতে চাই না'

৪২ বছর বয়সে এসে একতা বললেন, 'আমি সন্তান চাই, কিন্তু বিয়ে করতে চাই না'

বিনোদন ডেস্ক: টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ একতা কাপুর। বড় পর্দায় তো বটেই, ছোট পর্দায়ও তার রাজত্ব।  তাকে বলা হয়, ‘ডেইলি সোপ কুইন’। টিভি সিরিয়ালে এক নতুন মাত্রা যোগ করেছেন তিনি।  সেই সঙ্গে তাল মিলিয়ে প্রযোজনা করছেন সিনেমাও। কিন্তু বয়স তো থেমে নেই।  নেই কোনো জীবন সঙ্গী। আর তাই সন্তানের কথা ভাবছেন একতা কাপুর! তবে বিয়ে ছাড়াই! ৪২ বছরে এসে একতা বললেন, 'আমি সন্তান চাই, কিন্তু বিয়ে করতে চাই না'

সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর বলেন, আমি একটি বিষয় জানি যে আমার সন্তান চাই, কিন্তু বিয়ে নয়।  আমি জানি না কেন? আমার কাছে নিজের জন্য সময় নেই।  আমি সময় পেলে স্পা যেতে চাইবো। এর কারণ হিসেবে ৪২ বছর বয়সী অভিনেত্রী বলেন, আমার বন্ধুরা যারা বিয়ে করেছিল, সকলেই এখন তালাকপ্রাপ্ত।  ইদানিং এতো ডিভোর্স দেখতে দেখতে মনে হয়,

আমার ধৈর্য অনেক বেড়ে গেছে।  মনে হয়, আমি অন্তত অপেক্ষা করতে শিখেছি।  একটা বিষয় খুব পরিষ্কার, বিয়ে কবে করবো জানি না, তবে আমি সন্তানের মা হতে চাই।  একতা কে জিজ্ঞেস করা হয়েছিল তার ভাই তুষার এবং ভালো বন্ধু করণ জোহর বাবা হয়েছেন।  তিনি কবে মা হচ্ছেন? জানতে চাইলে একতা বলেন, এখন আমি খুব ব্যস্ত।  তাই জানি না এটা কখন সম্ভব হবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে