বিনোদন ডেস্ক: নিজের মোবাইল ফোনে অশ্লীল মেসেজ পেয়েছিলেন সানি লিওন। আর কেউ নয়, ওই মেসেজ সানিকে পাঠিয়েছিলেন তারই গাড়ির চালক। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আজকাল পত্রিকা। তবে এই ঘটনা ভুল করেই করে ঘটিয়ে ফেলেছিলেন তিনি। এমনটাই জানালেন সানি। তিনি বলেন, ‘পরে গাড়ির ড্রাইভার অত্যন্ত লজ্জিত হয়ে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।’ তবে মেসেজে কী লেখা ছিল সেটা জানাননি সানি।
তিনি আরো বলেন, ‘অনেকেই ঘনিষ্ঠ মহলে বা বন্ধুদের মধ্যে আদিরসাত্মক চুটকি এবং মেসেজ আদান প্রদান করে থাকেন। আমি এটাকে দোষণীয় বলে মনে করি না, যতক্ষণ না এই ধরনের রসিকতা কাউকে ব্যক্তি আক্রমণ করে বা বিব্রত করার জন্য করা হয়। স্মার্টফোনের যুগে আমরা সকলেই জানি, কী ধরনের ছবি, ভিডিও বা চুটকি চালাচালি হয়। কেউ ভুল করে কাউকে ফরওয়ার্ড করে ফেলতেই পারেন।’
তার মতে, অনেকেই হয়তো এধরনের মেসেজ দেখা মাত্র রেগে যেতেন। কিন্তু, সানি ঠাণ্ডা মাথায় বিষয়টি নিয়ে চিন্তা করেন। বলেন, ‘আমি আমার চালককে দীর্ঘদিন ধরে চিনি। জানি, উনি আমাকে বিব্রত করার জন্য এমন মেসেজ পাঠাবেন না। পরে তিনি নিজের থেকে এসে ক্ষমা চাওয়ায় আমি ভুলটা বুঝতে পারি।’
এমটি নিউজ/এপি/ডিসি