আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন কিংবদন্তি রাজ্জাক
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বিশ্রাম থেকে এবার শুটিং-এ ফিরলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। তিনি তার ছোট ছেলে সম্রাটের পরিচালনায় নির্মিতব্য টেলিফিল্ম ‘দায়ভার’ দিয়ে রাজ্জাক ক্যামেরার সামনে এসে দাাঁড়ান।
গতকাল রবিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে সহশিল্পীদের সঙ্গে তাকে বেশ হাস্যজ্বোল দেখা গিয়েছে। প্রিয় নায়কের সঙ্গে ফ্রেমবন্দি হতে পেরে ডলি জহুর, সম্রাট ও বাঁধনের মুখে ছিল তৃপ্তির হাসি।
নায়করাজ বলেন, ‘আল্লাহর রহমতে শরীর এখন বেশ ভালো। ডাক্তারের নির্দেশেই এখন আমি ঠিকমতো চলাফেরা করছি। সম্রাট এখন নির্মাণে বেশ ব্যস্ত হয়ে উঠেছে। তার কাজগুলোও বেশ প্রশংসিত হচ্ছে। তার নতুন টেলিফিল্মের গল্প পড়ে আমার ভীষণ ভালোলাগায় এতে কাজ করার লোভ সামলাতে পারিনি। তাই বেশ আগ্রহ নিয়ে কাজটি করছি। সবার কাছে দোয়া চাই যেন ভালোয় ভালোয় সুস্থ শরীরে কাজটি শেষ করতে পারি।’
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �