রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৪১:১১

শাকিব-বুবলীর শহরে মিম

শাকিব-বুবলীর শহরে মিম

বিনোদন ডেস্ক: গেল কয়েকদিন ধরেই বুবলীকে নিয়ে শাকিব খান অবস্থান করছিলেন ব্যাংককে। কারণটা তাদের নতুন ছবি ‘চিটাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’। এর একটি বিশেষ গানের দৃশ্যায়ন হলো গত সপ্তাহে।

এবার একই কারণে ৫ জানুয়ারি সেই শহরে হাজির হলেন বিদ্যা সিনহা মিম। কাজটি গান নিয়ে হলেও তার ছবি ভিন্ন। মিমকে নিয়ে শাকিব এবার ‌‘আমি নেতা হব’ ছবির গানের কাজ করবেন।
ঢাকা ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন নিশ্চিত করেছেন মিম।

এদিকে জানা যায়, গত ৪ জানুয়ারি বুবলী ও শাকিব তাদের গানের কাজটি শেষ করেছেন। বলা হচ্ছে, ‘চিটাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’ ছবির অন্যতম চমক হলো এ গানটি। যেখানে দু’জনকে পাওয়া যাবে অন্যরকম নাচ আর গেটআপে।

আর চলতি সপ্তাহের পাঁচ দিন চলবে ‘আমি নেতা হব’ ছবির গানের দৃশ্যধারণ। ছবিটি ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। গানটির দৃশ্যায়ন হয়ে গেলে এটি মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানান পরিচালক।
দুটি ছবির পরিচালকই উত্তম আকাশ। প্রযোজনায় আছে শাপলা মিডিয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে