রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৭:০২:২১

হানিমুন শেষে একাই ফিরলেন আনুশকা

হানিমুন শেষে একাই ফিরলেন আনুশকা

বিনোদন ডেস্ক: মাথার চুল ছেড়ে দেওয়া। চোখে কালো চশমা। পরনে কালো রঙের জাম্পস্যুট। মুখে এক চিলতে হাসি। আজ রোববার মুম্বাই এয়ারপোর্টে এভাবেই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। এরপর বিরাটের সঙ্গে একান্ত সময় কাটাতেই দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে খুব আনন্দে সময় কেটেছে এ জুটির। কিন্তু বর বিরাট কোহলিকে দক্ষিণ আফ্রিকায় রেখে একাই মুম্বাই ফিরলেন আনুশকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট টিম দক্ষিণ আফ্রিকায় ৫২ দিনের ট্যুরে গিয়েছে। সেখানে একাধিক ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলবে দলটি। এদিকে আনুশকা শর্মার শুটিংয়ের ডেট পড়ে যাওয়ায় একাই দেশে ফিরেছেন এই অভিনেত্রী।

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমার শুটিং এরই মধ্যে শুরু করবেন আনুশকা। এতে তার সহ-শিল্পী হিসেবে রয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়াও তার অভিনীত পরবর্তী সিনেমা ‘পরী’ এর প্রচারণার কাজও শুরু করবেন তিনি। এটির সহ-প্রযোজকও আনুশকা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে