বিনোদন ডেস্ক: সম্প্রতি সাবানের একটি বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন সাকিব পত্নী শিশির। মাঝেমাঝে শিশির তার ফেসবুক পেইজে ছবি পোস্ট করে থাকেন। আর যখন তিনি ছবি পোস্ট করেন, তখন দেখা যায় সাকিব ভক্তরা তা আগ্রহ নিয়ে দেখে থাকেন । একটু আগে দেখা গেলো বিয়ের সাজসজ্জায় রঙিন হয়ে একটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন শিশির।
তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ’wedding’। ছবিতে শিশিরকে অনেক গর্জিয়াস লাগছে। কিন্তু কী কারণে বা কার বিয়েতে তার এই সাজ সে সম্পর্কে কিছুই বলেননি তিনি। তাই এই সাজ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
অন্যদিকে ছবিটি পোস্ট করার সাথে সাথে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। এক ভক্ত লিখেছেন, ‘অবাক দৃষ্টিতে তাকিয়ে অজানা কোন পথে?’। আরেক ভক্ত তার সাজের প্রশংসা করে লিখেছেন,‘মাশাআল্লা অনেক সুন্দর লাগছে ভাবি কে’।
আরেক ভক্ত আবেগাপ্লুত হয়ে লিখেছেন, ‘সত্যিই আপনি অনেক সুন্দর, সাজটাও অনেক গর্জিয়াস হয়েছে। সাকিব আল হাসান গত ১২-১২-১২ তারিখে উম্মে আল হাসান শিশিরে সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের ঘরে আলো হয়ে আসে কন্যা সন্তান আলায়না। বিয়ের পর দেখা গেছে সাকিবকে এক নতুন সাকিব। স্ত্রীর উৎসাহ পেয়ে তিনি ক্যারিয়ারে গড়েছেন একে একে নতুন নতুন রেকর্ড।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস