বিনোদন ডেস্ক: ছুটি কাটাতে গিয়ে মুখ চুন করে দেশে ফিরলেন অনুষ্কা শর্মা। ব্যাকফায়ার করল বিরাট কোহলির ‘গুডলাক চার্ম’। বিশ্বকাপের ঘটনার পুনরাবৃত্তি হল ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে। বিয়ের পরে প্রথম বার সহ-ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে বিরাটের ম্যাচ দেখতে গিয়ে ফের ট্রলড্ হয়ে বসলেন অনুষ্কা। বিরাটের খারাপ পরফরর্ম্যান্সের দায় পড়ে তাঁর ঘাড়ে। বিভ্রান্তি যে এখনও পিছু ছাড়েনি অনুষ্কার, তা বলাই বাহুল্য।
এক সর্বভারতীয় বিনোদন মাধ্যমের খবর অনুযায়ী, কাজের দরুনই নাকি দেশে ফিরেছেন অনুষ্কা। এই মুহূর্তে দু’টি ছবির জন্য কাজ করতে চলেছেন তিনি- নিজের হোম প্রোডাকশনের ছবি ‘পরি’ এবং আনন্দ এল রাই এর ছবি ‘জিরো’-র জন্য। এছাড়াও হাতে রয়েছে বেশ কিছু প্রোজেক্ট। আগামী মাসের ৯ তারিখ মুক্তি পেতে চলেছে ‘পরি’ এবং তার পর থেকেই আবার জোর কদমে চলবে ‘জিরো’-র প্রস্তুতি।
বছর শুরুতেই অনুগামীদের থেকে বিদ্রূপ কুড়োতে হল অনুষ্কাকে। প্রত্যেক নারীই ভাবেন, তিনি স্বামীকে সৌভাগ্য এনে দেবেন। অনুষ্কাও নিশ্চয়ই ব্যতিক্রম নন। দেখা যাক পরের বার ‘পয়’ কাজ করে কি না!
এমটি নিউজ/আ শি/এএস