বিনোদন ডেস্ক: ২০১৬ সালে আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি দীর্ঘ বিরতি ভেঙে অভিনয় করেছিলেন ‘চেক পোস্ট’ নামে একটি নাটকে। খবরটি পুরাতন হলেও নতুন খবর হচ্ছে গত রাতে নাটকটি আরটিভিতে প্রচার হয়েছে। আর সে খবর নিজের ফেসবুকে পোস্ট করে জানান তিন্নি নিজেই। এখানেই গল্প শেষ নয়, যারা নাটকটি টিভি পর্দায় দেখতে পারেননি তাদের জন্য নাটকের ইউটিউব লিঙ্ক ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি সেই সঙ্গে নির্মাতা ও নাটকের সঙ্গে জড়িতদের ধন্যবাদও জানান।
শামীম শিকদারের রচনা ও সঞ্জয় সমদ্দারের চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মাণ হয়েছিল ‘চেক পোস্ট’। তিন্নি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শতাব্দী ওয়াদুদ, মীরাক্কেল খ্যাত জামিল, শামীম।
বলে রাখা ভালো, গত ১৫ অক্টোবর থেকে কানাডায় আছেন তিন্নি। সেখানেই স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেছেন এই তারকা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস