বিনোদন ডেস্ক: প্রথম তিন দিনে একশো কোটি, ৮ দিনের মাথায় দুশো কোটি, ১২ দিনের মাথায় আড়াইশো কোটি৷ আর ১৬ দিনের মাথাতেই তিনশো কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘টাইগার জিন্দা হ্যায়’৷ যে গতিতে এগিয়ে চলেছে সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায় তাতে আগামী দিনে আরও রেকর্ড ভাঙতে ও গড়তে চলেছে ছবিটি৷
দুশো কোটির ক্লাবে নাম লেখানোর পর থেকে তিনশো কোটির ক্লাবে ঢোকা নিয়ে রীতিমত কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল৷ ট্রেন্ড অ্যানালিস্টিটরা ছবির প্রতিদিনের কালেকশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন৷রবিবার টুইট করে ট্রেন্ড অ্যানালিস্টিট তরণ আদর্শ লেখেন, ট্রিপল সেঞ্চুরি করল টাইগার৷ ছবির কালেকশন সুলতানকেও ছাপিয়ে গিয়েছে৷ এখন টার্গেট বজরঙ্গি ভাইজান৷
সুলতান ও বজরঙ্গি ভাইজান দুটি ছবিতেই অভিনয় করেছেন সলমান খান৷ ছবিগুলি বক্স অফিসে দারুণ সাফল্য পায়৷ তিনশো কোটিরও ব্যবসা করে৷ সুলতান ৩০০ কোটির ব্যবসা করেছিল৷ আর বজরঙ্গি ভাইজান ৩২০.৩৪ কোটি টাকার ব্যবসা করে৷ ট্রেন্ড অ্যানালিস্টিটদের মতে বজরঙ্গির কালেকশনকেও ছাপিয়ে যাবে টাইগার৷ ইতিমধ্যে ছবিটি ৩০০.৮৯ কোটির ব্যবসা করেছে৷
ছবিটি আরও এক রেকর্ড কায়েম করেছে৷ টাইগার জিন্দা হ্যায় ছবির প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম৷ এর আগে যশ রাজ প্রোডাকশনের কোন ছবি এত টাকার ব্যবসা করেনি৷ এই ব্যানারের অধীনে মুক্তি পেয়েছিল সুলতান, ধুম থ্রি, এক থা টাইগার এবং যব তক হ্যায় জানের মতো ব্লকবাস্টার ছবিগুলো৷ এই সব ছবিগুলিকে ছাপিয়ে টাইগার জিন্দা হ্যায় যশ রাজ প্রোডাকশনকে বেশি মুনাফা দিয়েছে৷
টাইগার জিন্দা হ্যায় ছবিটি নিয়ে শুরু থেকেই উন্মাদনা ছিল৷ ছবির ট্রেলার, গান মুক্তির পর সেই উন্মাদনার ঝলক দেখতে পাওয়া যায়৷ তখন থেকেই রেকর্ড গড়তে আর ভাঙতে শুরু করে দিয়েছিল ছবিটি৷ বোঝা গিয়েছিল সলমানের আরও একটি ব্লক বাস্টার ফিল্ম হতে চলেছে টাইগার জিন্দা হ্যায়৷ ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর৷ এর আগে তিনি ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘গুন্ডে’ ও ‘সুলতান’ ছবিগুলি পরিচালনা করেন৷
এমটি নিউজ/আ শি/এএস