সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০১:২৬:৪৬

রাগী সালমান! এমন আচরণ ওই ভক্ত কখনও কী ভুলতে পারবেন, কেনই বা এই কাজ করলেন?

রাগী সালমান! এমন আচরণ ওই ভক্ত কখনও কী ভুলতে পারবেন, কেনই বা এই কাজ করলেন?

বিনোদন ডেস্ক: আর যা-ই করুন, জীবনে সালমান খানের কাছে শো-অফ করতে যাবেন না। যদি করেন, আপনার দশাও সেই ফোনওয়ালা ভদ্র লোকের মতো হবে! ব্যাপারটা কী, বুঝতে পারছেন না? বুঝিয়েই বলা যাক তা হলে। দিন কয়েক আগে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষে সালমনা বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় এক ভক্ত এসে পেড়ে ফেলেন সালমানকে। এমন সময় রেগে নয়া এক কীর্তি দেখালেন সালমান। এমান আচরণ হয়ত ওই ভক্ত কখনও ভুলতে পারবেন, কেনই বা এই কাজ করলেন সালমান?

সাধারণত ভক্তদের কী বক্তব্য থাকে? সেল্‌ফি, অটোগ্রাফ, বড়জোর দু’চার লাইন কথা বলা এই তো? এই ব্যক্তিটি কিন্তু সে সবের ধারও মাড়াননি! তিনি সালমানকে নিজের ফোনটা দেখিয়ে তার গুণকীর্তন শুরু করেন। বলতে থাকেন, ফোনটা নাকি আনব্রেকেব্‌ল অর্থাৎ হাজার চেষ্টাতেও ভাঙবে না। প্রথমে দু’একবার সালমনা হাসিমুখে কথাটা শুনে ফিরে গিয়েছিলেন গল্প গুজবে। কিন্তু ভক্তও নাছোড়বান্দা। সালমানকে ভাল করে ফোনের মাহাত্ম্য না বুঝিয়ে তিনি নড়বেন না! অগত্যা ভাইজান দেখা দিলেন স্বমহিমায়।

প্রথমেই ফোনখানা কেড়ে নিয়ে আছড়ে ফেললেন মাটিতে। আনব্রেকেব্‌ল ফোন তার নাম সার্থক করে ভাঙল না। আবার আছাড়, আবার ভাঙল না। ততক্ষণে লোক জমে গিয়েছে চারদিকে। চিৎকার করে তারা উৎসাহ দিচ্ছে নায়ককে। জেদ চেপে গিয়েছে সালমানেরও। সে জেদের সামনে যত বড় আনব্রেকেব্‌ল ফোনই হোক, টেকে কখনও? ভাঙতেই হল তাকে। তারপর সালমান করলেন কী, ভাঙা ফোনের টুকরোগুলো কুড়িয়ে মালিকের হাতে দিলেন। মুচকি হেসে বললেন, আনব্রেকেব্‌ল ফোন? সেই ব্যক্তিটির অবস্থা তখন বলাই বাহুল্য!
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে