বিনোদন ডেস্ক: সিনেমার শুটিং স্পটে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। রোববার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচিত ‘যদি একদিন’ সিনেমার শুটিং চলছিল। আর এই শুটিংয়ে অংশ নিচ্ছিলেন ছবির দুই অভিনেতা তাহসান ও তাসকিন। হঠাৎ সেখানে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেন হৃদয় খান।
এ ব্যাপারে রাজ বলেন, কদিন ধরেই শহরে খুব শীত পড়েছে। শীতকে উপেক্ষা করে আমরা শুটিং করছিলাম। আর এই তীব্র শীতের মধ্যে শুটিং স্পটে এসে হাজির হন হৃদয় খান। তার এই হঠাৎ আগমন আমাদের পুরোটিমের জন্য অনুপ্রেরণার বটে। তিনি ‘যদি একদিন’ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন।
জানা গেছে, শুটিং স্পটে হৃদয় খান অনেকটা সময় কাটিয়েছেন। এ সময় ছবির দুই নায়ক তাসকিন-তাহসান ও নির্মাতা রাজের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন হৃদয়।
‘যদি একদিন’ ছবিতে নায়িকা হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী আফরীন শিখা রাইসা। গেলো ৬ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। এখন চলছে ছবির প্রথম লটের শুটিং।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি ‘যদি একদিন’। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়াছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সবশেষ ‘সম্রাট’এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস