সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৭:১০:০৭

একটি ছবির জন্য কত টাকা নেন জিৎ, জানেন?

একটি ছবির জন্য কত টাকা নেন জিৎ, জানেন?

বিনোদন ডেস্ক: জিৎ ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। টেলিভিশন সিরিয়ালের হাত ধরে সিনেমা জগতে নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেতা। বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়, স্বাভাবিক জীবন এবং বন্ধু বান্ধব পড়াশোনা সমস্ত কিছুই কলকাতাতেই।

বিভিন্ন পত্রপত্রিকায় মডেলিং করে তার ক্যারিয়ার শুরু। তিনি টিভিতে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জীর কমার্শিয়াল বিজ্ঞাপনে। এরপর তিনি কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন। যেমন বিষবৃক্ষ, জন্মভূমি ইত্যাদি।

২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী ছবিতে জিৎ-কে কাস্ট করেন। প্রথমে সাথী ছবির জন্যে অভিনেতা প্রসেঞ্জিত চ্যাটার্জীর কাছে অফার যায়, কিন্তু একজন কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চান নি, তাই অফার যায় নবাগত জিৎ-এর কাছে। পরবর্তীকালে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকালে জিৎ বলেছেন, সাথী না এলেও হাতি আসত, প্রতিভা এবং ডেডিকেশান থাকলে সাফল্য আসবেই।

জিৎকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। জিৎ কত টাকা আয় করেন। প্রত্যেকটি ছবির জন্য কত টাকা নেন। বয়স, গাড়ি, বাড়ি, বিয়েসহ অজানা কিছু তথ্য নিয়ে আজকের আয়োজন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে