খাবেন নাকি পূর্ণিমার হাতের রান্না?
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : এক সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ‘শত্রু ঘায়েল’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে পথচলা শুরু করেন। এরপর প্রায় ১৭টি বছর কেঁটে গেলেও অভিন ছাড়েন নি তিনি। আর নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম ছবির ‘এ জীবন তোমার আমার’। এরপর থেকে বাংলাদেশের সিনেমা প্রেমীদের একের পর এক জনপ্রিয় সব ছবি উপহার দিয়েছেন তিনি। ২০১০ সালে ব্যাবসায়ী ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জন প্রিয় নায়িকা। তাদের সংসার আলোকিতকরে জন্মনেয় একটি কন্যাসন্তান।
বর্তমানে তেমন কোন কাজের ব্যস্তত্য নেই পূর্ণিমার। দেড় বছরের মেয়ে আরশিয়া উমায়জাই এখন তার অবসরের সঙ্গী। আর মাঝে মধ্যে নানান রকমের রান্ন করে স্বামীকে চমকে দিচ্ছেন। এইতো কিছুদিন আগে পিৎজা বানিয়ে ফাহাদকে (পূর্ণিমার স্বামী) অবাক করে দিয়েছিলেন তিনি। ফেসবুক পেজে পূর্ণিমার রান্নার প্রশংসা করে ফাহাদ লেখেন, ‘খুব মজার একটি পিৎজা বানিয়েছে পূর্ণিমা। আমিও তা বেশ মজা করে খেয়েছি। আমার খুব ভালো লেগেছে’। এই প্রসঙ্গে পূণিমা জানান, ‘আমি যখনি কোনো কিছু রান্না করি, ফাহাদ খেয়ে খুব প্রশংসা করে। আজ পর্যন্ত কোনো দিনই ও আমার রান্না খারাপ বলেনি। ফাহাদ আমার সব ধরনের রান্নার ভক্ত। আমিও রান্না করাটা বেশ উপভোগ করি’। স্বাদের রান্না খাওয়ার ইচ্ছে সকলেই আছে। তাহলে আপনি বাদ যাবেন কেন? খাবেন নাকি পূর্ণিমার হাতের রান্না? 
কয়েকদিন আগে অনেকটা শখেরবসেই ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন পূণিমা। এই কবিতা নিয়ে মিডিয়ায় অনেক তোড়পাড় সৃষ্টি হয়। অনেকে নিউজের শিরোনাম করেছিলেন, ‘নায়িকা থেকে লেখকের খাতায় নাম লেখালেন পূণিমা’। আবার কেউ লিখেছেন, ‘লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন পূর্ণিমা’ ইত্যাদি ইত্যাদি। তবে এই বিষয়ে পূণিমা জানান, ‘ওটা আসলে হঠাৎ করেই লেখা। তবে আমি জমিয়ে কোনো কিছু লিখতে পারিনা। আর অনেক লেখা লিখে কোনো বই প্রকাশের ইচ্ছেও আমার নেই। আমি কয়েকদিন আগে অনেকটা শখের বশে এই কবিতাটা লিখেছিলাম। তবে লেখাটা পোস্ট করার পর অনেকের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি’।
 
অভিনয়ে মাঝে বিরতি থাকলেও ‘আমার বেলা যে যায়’ নামের একটি টেলিছবির মাধ্যমে আবার অভিনয়ে ফেরা হয় তার। আরিফ খানের পরিচালনায় এ  টেলিছবির পর তুহিন হোসেনের ‘প্রেম অথবা দু:স্বপ্নের রাত দিন’ নাটকে অভিনয় করেন তিনি। পূণিমা সংসারের কারণে সিনেমায় অভিনয় থেকে একেবারে দূরে সরে গেলেও নাটকে কাজ করার জন্য বেশ আগ্রহ রয়েছে বলে জানা যায়।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �