মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৪:২৫:৫৫

আমি একজন কৃষক, ক্ষতি কি?: ওমর সানী

আমি একজন কৃষক, ক্ষতি কি?: ওমর সানী

বিনোদন ডেস্ক: অভিনেতা ওমর সানী এখনো অভিনেতা হবার চেষ্টা করছেন। বিস্মিত হওয়ার কিছু নেই। নিজেকে অতি সাধারণ ভেবে তিনি এখনো অভনয় শেখার চেষ্টা করে যাচ্ছেন। এমনটাই জানালেন ওমর সানী।

সানী বলেন, নিজেকে সাধারণ ভাবাটাই একজন মানুষের প্রকৃত ভাবনা। আমি নিজেকে সবসময় একজন সাধারন মানুষ হিসেবে ভাবি। আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কি?

তিনি বলেন, ক্যামেরার সামনে আমি নিজেকে অতি অসাধারণ ভাবে সাজাতে চাই। আমি, অভিনয়, ডান্স, ফাইট বিভিন্ন চরিত্র করে নিজেকে ভাঙ্গার চেষ্টা করি বার বার।

ওমর সানী মিডিয়া কর্মীদের বলেন, আমার মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না এটাই বাস্তব। কারণ আমাকে তখন অতি সাধারণ অবস্থায়ই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি প্রথমেই বলেছি নিজেকে সবসময় সাধারণ ভাবি এবং ভাবা উচিত।

সংযুক্ত করেন, আমার মৃত্যুর পর একটাই চাওয়া রইল, আপনাদের ভালোবাসা। আর রেখে যেতে চাই আমার সৎকর্ম। মহান রাব্বুলআলামিন সবাইকে হেফাজতে রাখুক।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে