ম্যাডোনার চোখের জলে ভাসল মঞ্চ
বিনোদন ডেস্ক : প্যারিস হামলার জেরে অনেক শিল্পীই বাতিল করেছেন শো। তবে সবার দেখানো পথে হাঁটলেন না ম্যাডোনা। প্যারিস হামলার পর দিনই সুইডেন শহরের স্টকহোমে কনসার্ট করলেন তিনি।
ম্যাডোনার চোখের জলে বাসল মঞ্চ। প্যারিসে সন্ত্রাস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার দর্শকের সামনে অঝোরে আঁদলেন এই পপস্টার।
অনুষ্ঠান শুরুতেই প্রথমে শ্রোতাদের নিয়ে নীরবতা পালন করেন ম্যাডোনা। পরে জাতীয় সঙ্গীত করেন ম্যাডোনা। দৃঢ় কন্ঠে ম্যাডোনা বলেন, হিংসা, বিদ্বেষ থাকলেও পৃথিবী এখনো ভালোবাসার চাদরে মোড়া। একমাত্র ভেলোবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব। তিনি আশাবাদী, একদিন এমন দিন আসবেই।
এ আশা থেকেই এদিন কনসার্ট বাতিল করেননি ম্যাডোনা। তার কথায়, আমি প্রথমে ভেবেছিলাম অনুষ্ঠান বাতিল করে দেব। কিন্তু পরে ভাবলাম, কেন? ওর তো এটাই চাচ্ছে। আমাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে। কেন ওদের জিততে দেব? আমাদের স্বাধীনতায় ওদের হস্তক্ষেপ করতে দেব না। তাই শেষমেশ কনসার্ট করার সিদ্ধান্ত নিই।
১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�