মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০১:৫৫:৪৩

অভিনেতা সৈয়দ জাফরি আর নেই

অভিনেতা সৈয়দ জাফরি আর নেই

বিনোদন ডেস্ক : চলে গেলেন বলিউড অভিনেতা সৈয়দ জাফরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার সকালে এই অভিনেতার মৃত্যুর খবর ফেসবুকে জানায় তার ভাতিজি শাহিন আগরওয়াল। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে পরিবার সূত্রে জানা গেছে। বলিউডের বেশ কিছু জনপ্রিয় ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন জাফরি। এর মধ্যে রাজ কাপুর পরিচালিত রাম তেরি গঙ্গা মইলি উল্লেখযোগ্য। এছাড়া দিল, প্রেমগ্রন্থ, হেনা, কিষণ কানহাইয়া, ঘর হো তো অ্যায়সা, দিওয়ানা মস্তানা, আন্টি নম্বর ওয়ান, জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়, মাসুমসহ একাধিক ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন। রাম তেরি গঙ্গা মইলি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা সহ-অভিনেতার ফিল্ম ফেয়ার পুরস্কার পান। সত্যজিৎ রায় পরিচালিত সতরঞ্জ কি খিলাড়ি ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। বড় পর্দার পাশাপাশি নাট্যমঞ্চ, টেলিভিশনের পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। ভারতীয় ছবির পাশাপাশি বহু বিট্রিশ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন জাফরি। এরমধ্যে উল্লেখযোগ্য রিচার্য অ্যাটেনবোরো’র গান্ধী এবং ডেভিড লিন পরিচালিত এ প্যাসেজ টু ইন্ডিয়া প্রমুখ। সৈয়দ জাফরির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘সৈয়দ জাফরি একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেতা ছিলেন আর এই জন্যই তিনি চিরদিন আমাদের মনের মধ্যে থাকবেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি’। মমতা বন্দোপাধ্যায়ও টুইট করে বলেন, ‘প্রবীণ অভিনেতা সৈয়দ জাফরির প্রয়াণে খুবই দুঃখিত। একটা যুগের শেষ হল। তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।' ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে