২৯ হাজার পাউন্ডে বিক্রি হল এলভিসের জুতো
বিনোদন ডেস্ক : রেকর্ড দরে নিলাম হল এলভিসের এক জোড়া ডিজাইনার জুতো। ১৯৬৮ সালে একটি টেলিভিশন শো-তে সাদা রঙের ‘ভেরদে’ জুতো পরেছিলেন এলভিস। শনিবার এক ব্রিটিশ সংগ্রাহক তা কিনলেন ২৯ হাজার পাউন্ডে।
অনেকের মতে, সেই সময়ে কিং অব রক সেরা টেলিভিশন শো’গুলির মধ্যে অন্যতম ছিল। অনুষ্ঠানের স্মৃতিচারণায় অনেকের কথাই উঠে এসেছে। মঞ্চ জুড়ে তখন এলভিস ব্যারিটোন। কিং অব রক-এর গলায় ‘দেয়ার মাস্ট বি লাইটস বার্নিং ব্রাইটার সামহোয়ার/গট টু বি বার্ডস ফ্লাইং হাইয়ার ইন আ স্কাই মোর ব্লু/ ইফ আই ক্যান ড্রিম অব আ বেটার ল্যান্ড…’ এলভিসের সেই কিংবদন্তি টেলিভিশন শো-র স্মারকই এ বার নিলামে বিকোল। মার্টিন লুথার কিঙ্গ জুনিয়রের হত্যার প্রায় দু’মাস পরে করা ওই শো এলভিস প্রথমে শুরু করে ছিলেন সাদা লেদার কোট পরে। শো-য়ের মাঝেই তা বদলে যেতে যাকে কালো কোটে। গান গাইতে গাইতে এক সময় মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়েন এলভিস। ’৬৮-এ এনবিসি-তে সম্প্রচারিত সেই শো ছিল এলভিসের কামব্যাক স্পেশাল।
ব্রিটিশ নিলামঘর অলড্রিজ-এর অ্যান্ড্রিউ অলড্রিজের মতে, বিনোদন জগতের ইতিহাসে এলভিসের সেই শো ছিল ‘গ্রেটেস্ট মোমেন্ট’। সিভিল রাইটল অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিঙ্গ-এর উক্তিকে ভরা সেই গান এলভিস-প্রেমীদের মনে আজও অমলিন।
১৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ