শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৪:২৫

‘রাজকাহিনি’র একই সুরে এগারো শিল্পী

‘রাজকাহিনি’র একই সুরে এগারো শিল্পী

বিনোদন ডেস্ক: ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘জন গন ঐক্য বিধায়ক জয় হে’ এই সকল গানে মুগ্ধ বাঙালি এবার মাতবে দেশভক্তিতে। সম্প্রতি মুক্তি পেল সৃজিতের ‘রাজকাহিনি’-এর প্রথম গান। এই ছবিটিতে রয়েছে দু্ই বাংলার জনপ্রিয় তারকাদের মেলা। তারকদের মন ভোলানো অভিনয়ে মুগ্ধ হবেন এবার দর্শকেরা।

সৃজিতের নতুন ছবি ‘রাজকাহিনি’তে বসেছে এবার তারকাদের হাঁট। তাই যারা এই ছবিটি থেকে গ্ল্যামার চুঁইয়ে পড়ার গন্ধ পাচ্ছেন, তারা মোটেও বুলস আই হিট করেনি। এবার আসা যায় গানের কথায়। সৃজিতের রাজকাহিনির গানেও রয়েছে অন্যরকম কিছু মুহূর্ত। এই প্রথমবার একই গানে গলা মেলালেন এগারো জন শিল্পী। কবীর সুমন, রূপঙ্কর, রূপম ইসলাম, লোপামুদ্রা, কৌশিকি, বাবুল সুপ্রিয়, শ্রাবনী সেন, শ্রীকান্ত আচার্য, সিধু, অনুপম রায় ও অন্বেষা।

একটি ‘রেখা’ যা শুধু ভাগ করেছে দু’টি দেশকে। কেড়ে নিয়েছে শত মানুষের আশ্রয়। উপড়ে ফেলেছে তাদের শিকড় থেকে। কিন্তু তাদের মধ্যে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ এমন কয়েক জন পতিতার লড়াইয়ের কাহিনি নিয়েই ‘ডার্কনেস ইজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ অর্থাৎ সৃজিতের ‘রাজকাহিনি’। তবে দেশভাগ মানে ১৯৪৭-এর সময়ের ভিত্তিতে গল্প বুনেছেন পরিচালক।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে